মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার মানিক কালী ৪ নং চান্দ্পুর তিন নং ওয়ার্ডে প্রীতি ফুটবল ম্যাচ খেলার আয়োজন করা হয়।
২৮শে জুলাই ২০২৩ রোজ শুক্রবার চান্দ্পুর কুড়ের পাড় মাঠে খেলারটি অনুষ্ঠিত হয় বিকাল ৪ ঘটিকায়।
খেলায় বিবাহিত-অবিবাহিত গ্রাম গঞ্জের শক্তিশালী দুটি দল অংশগ্রহণ করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম বুলবুল।
এই সময় আরো উপস্থিত ছিলেন মো্ঃ সাইফুল মিয়া গাউছিয়াপাড়া সমাজসেবক মোঃ রিপন মিয়াবিশিষ্ট ব্যবসায়ীক, বাংলাদেশ সেনাবাহিনী মোঃ শাহাদাত হোসেন নবাব, মোঃ খাইরুল, মানিক খালি অটো সমিতির সদস্য মোঃ আলামিন, প্রবাসী মোঃ মঞ্জিল মিয়া, মোঃ মান্নান, কুড়ের পাড়ে সমাজসেবক। খেলারটি পরিচালনা করেন মোঃ সাজন মিয়া। এই সময় আলোচনা রাখেন মোঃ সাইফুল মিয়া, তিনি বলেন আমাদের দুই বারের মতো ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম বুলবুল মেম্বারকে আমরা সবসময় আমাদের আপদে বিপদে পাশে পাই। ফুটবল খেলায় অবিবাহিত একাদশ ৩-০ গোলে জয়লাভ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.