মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৪ নং চান্দপুর ইউনিয়নের মানিক কালী ৩ নং ওয়ার্ডের কুড়ের পাড় মাহবুবুর রহমান (সামির) পিতা মোঃ হাবিবুর রহমান হাবিব (১৫) গত ১৪/০৫/২০২৪ ইং অনুমান বোর ৪ ঘটিকায় সময়।
সে দুর্গাপুর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা থেকে হারিয়েছে। ছেলেটির বয়স ১৫ বছর। সে একজন নিয়মিত মাদ্রাসার ছাত্র। ছেলেটির গায়ের রং ফর্সা, উচ্চতা চার ফুট ১০ ইঞ্চি, স্বাস্থ্য মোটামুটি ভালো, মুখ মন্ডল হালকা ও লম্বা। ছেলেটির পরনে ছিল আকাশী কালার পাঞ্জাবি ও লঙ্গি। ছেলেটি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। যদি কোন মানবিক ব্যক্তির নজরে আসে তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগের ঠিকানা: জেলা কিশোরগঞ্জ থানা কটিয়াদী পোস্ট অফিস মানিক কালী এবং যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার , 0 1 4 0 9 2 6 3 2 0 7
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.