মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলার ৪নং চান্দ্পুর ইউনিয়নের মহান স্বাধীনতাও জাতীয় দিবস উদৃযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ৪ নং চান্দ্পুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন, সাবেক ৪নং চান্দ্পুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন মাহতাব।
উপস্থিত ছিলেন, মোস্তফা কামাল নান্দু সরকার, কটিয়াদী উপজেলার কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক, সেলিম উদ্দিন খাঁন কমিউনিস্ট পার্টি, কটিয়াদী উপজেলার সভাপতি, ইউপি সদস্য মোঃ আব্দুল আওয়াল, মোঃ উসমান, মোঃ উজ্জ্বল, মোছাঃ রুমা আক্তার, লুংফা কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী, সৈয়দা, কানিস শিরীন আক্তার, সিনিয়র শিক্ষক মোঃ আজহারুল হক রানা, হযরত মিয়া চান্দ শাহ্ উচ্চ বিদ্যালয়, মোঃ লিটন সমাজসেবক, মোঃ বাবুল মিয়া, চান্দ্পুর ইউনিয়নের সমাজসেবক, মোঃ পারভেজ বিশিষ্ট ব্যবসায়ী।
এ সময় চান্দ্পুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে চান্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ ইফতারের দাওয়াত করেন। এ সময় সকল পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন এবং ইফতারে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মোস্তফা কামাল নান্দু সরকার, সকল শ্রেণীর পেশা মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.