মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন (৩৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা।
রফিকুল ইসলাম নয়ন কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে রফিকুল ইসলাম নয়ন উপজেলার গচিহাটা বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে কাচারিপাড়া মোড় সংলগ্ন মুচি বাড়ির পাশের সড়কে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর কয়েক দুর্বৃত্ত নয়ন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্ত পালিয়ে যায়।
ঘটনা স্থল থেকে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও জানা যাচ্ছে না। তবে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টায় চলছে। এবং দ্রুত আইনের আওতায় আনা হবে
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.