মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ, মূল্য তালিকা প্রদর্শন ও ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণ বিষয়ে নজরদারি করা হয়। অনিয়ম প্রমাণিত হওয়ায় মোট দুইটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে বনগ্রাম বাজারে তানহা রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ খাবারের প্রমাণ পাওয়া যায়। রেস্টুরেন্টটিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি মনিহারি দোকানে তেলের ড্রাম অস্বাস্থ্যকর পরিবেশে
সংরক্ষণ করা হচ্ছিল এবং মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করার অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুইটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন।
অভিযান শেষে সহকারী পরিচালক শফিকুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “প্রতিটি দোকানে অবশ্যই সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হবে এবং দোকান পরিচ্ছন্ন রাখতে হবে। এসব নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.