কথোপকথন
লাবণ্য সীমা
তোমার মনের সিন্দুক থেকে
জানি পাবো না খুঁজে
আমার জন্য একটু ভালোবাসা
তাই বলে মনে করো না
আমার ভালোবাসার সমুদ্র
শুকিয়ে গেছে তোমার অবহেলায়।
কে আছে এমন?
যে তোমারে ফিরায় এমন অনাদরে।
নামে না গুনি তারে!
বলো আমারে,
কোথায় তাহার নিবাস?
যাইবো সেথায় দিনের শেষে
কহিবো শুধায়ে,
কেনো এমন সে?
কেনো সে তোমায় কাঁদায় এমন বিবোশ প্রহরে।
ভালোবাসার কি, তবে নাই কোনও মান তাহার কাছে?
এমন হৃদয় হীনার তরে
কেনো এমন আকুল আবেদন!
যদি সে প্রহরে
না দেয় ধরা
ভুলিয়া যাও তবে তারে?
সমুদ্র থাকুক উতলা
ভালোবাসা থাক জীবন্ত।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.