কবিতায় শুভদৃষ্টি
সুক্রিয়া দাস, বেলুড়, হাওড়া, ভারত
ইট কাঠ পাথরের জঙ্গল থেকে
মুক্তি চাইছি আমি,
কবিতার শহরে মুক্ত বাতাসে
বাজে উন্মুক্ত প্রেমের ধ্বনি।
এখানে শুধুই মিটিং মিছিল
আর রাজনৈতিক দলাদলি।
দেওয়ালের মাঝে পোষ্টার এঁটে
ক্ষমতা দেখিয়ে হচ্ছে বাহুবলী।
জীবনটা যেনো ছন্দ বিহীন
তারকাঁটা এক গিটার!
ভালোলাগা গুলো পুঞ্জিভূত মেঘ,
ইচ্ছের আকাশ জুড়ে কেবলই কালো মেঘের সঞ্চার।
কবিতার শহরে রঙিন প্রজাপতি
আর সাতরঙা রামধনুর আলো,
এখানের বাতাসে প্রেমের গন্ধ,
মন হয়ে যায় ভীষণ রকম ভালো।
বাঁধা ধরা নিয়মের গন্ডি নেই,
নেই কোনো জীবনযুদ্ধ,
নেই স্টেনগান আর গোলাগুলি,
শুধুই মন শব্দ তরঙ্গে আবদ্ধ।
কবিতায় হয় নিত্যনতুন প্রেমের রচনা,
এখানে থাকে না কোনো প্রবঞ্চনা।
টুপটাপ করে পড়ে কবির মনে প্রেমের বৃষ্টি,
তখনই কবিতার সঙ্গে হয় কবির শুভদৃষ্টি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.