আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে,উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা।আর এই প্রচারণায় থেমে নেই মহিলা মেম্বার প্রার্থীরাও। উক্ত ইউনিয়ন৪,৫,৬নং ওয়ার্ড পরিদর্শনকালে, সাধারণ ভোটারএর মাঝেনির্বাচন কালীন স্বতঃস্ফূর্ত বিনোদন পরিলক্ষিত হয়।এ সময়, চার পাঁচ ছয় এরসংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী, সমাজসেবী, মোসাঃ উম্মে হানি। তার এক সাক্ষাৎকারে বলেন, তিনি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে চান, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চান এবং সরকারের দেয়া সকল সুযোগ-সুবিধা সুষম বন্টন করবেন।এক উঠান বৈঠক ও মতবিনিময় সভায়।তিনি বলেন, আমাকে যদি আপনারা, নির্বাচনে জয়লাভ করান, তাহলে আমি সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে, নিরলস কাজ করে যাব ইনশাল্লাহ।পরিশেষে তিনি, ২৮ তারিখ নির্বাচনে, ভোট প্রত্যাশাও দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.