মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
মানবিক উদ্যোগ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অরাজনৈতিক সংগঠন করগাঁও ফ্রেন্ড’স সার্কেল ক্লাব। শুক্রবার সকাল ১১টায় করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাটে ছয় শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্রেন্ড’স সার্কেল ক্লাবের উপদেষ্টা হাবিব আহমেদ জালতু।
এইসময় বক্তব্য দেন ক্লাবের সভাপতি ও আব্রাম সেন্ডেল ফ্যাক্টরীর স্বত্বাধিকারী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. হীরা মিয়া, সাবেক সাধারন সম্পাদক শরিফুল ইসলাম , মোঃ দুলন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ফ্রেন্ড’স সার্কেল ক্লাব মানবতার কল্যাণে সবসময় কাজ করে যাবে।
অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.