সৌরভ মাহমুদ হারুন
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় মোঃ রহমত আলী (৯৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ২১ জুন দুপুর সাড়ে ১২ টায় রহম আলী চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মর্ডান হসপিটালে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ . আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।
নিহত রহমত আলীর বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর চানগাছা গ্রামে।
নিহত রহমত আলীর ছেলে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালেের প্রফেসর ডাঃ মোঃ মোস্তাক আহাম্মদ জানান, গত শুক্রবার ২০ জুন সকাল সাড়ে ৯ টায় নিউমোনিয়া, সিওপিডি উপসর্গ নিয়ে কুমিল্লা মহানগরীর মর্ডান হসপিটালে ভর্তি হয়।
জানা গেছে, ওই সময় রহমত আলীকে আইসিওতে রেখে চিকিৎসা সেবা দেয়া হয়। শনিবার ২১ জুন দুপুর সাড়ে ১২ টায় রহম আলী চিকিৎসাধীনে মারা যান। ২২ জুন রোববার বাদ আছর মৃত রহমত আলীর নিজ গ্রাম বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর চানগাছা মধ্যপাড়া মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.