স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কোস্ট গার্ড ও পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কর্ণফুলী শিল্প বিল্ডার্স লি. কর্তৃপক্ষের বিরুদ্ধে অধিকমূল্যে জাহাজ ক্রয় ও ড্রেজার নির্মাণে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার (১৭-০৪-২০২৫ খ্রি.) দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে এ তদন্ত করা হয়।
অভিযোগে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কর্ণফুলী শিল্প বিল্ডার্স লি. কর্তৃপক্ষের বিরুদ্ধে অধিকমূল্যে জাহাজ ক্রয় ও ড্রেজার নির্মাণে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ ও পাচারসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে বৃহস্পতিবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের শুরুতে অধিকমূল্যে জাহাজ ক্রয়ের অভিযোগের সত্যতা যাচাইয়ের নিমিত্ত টিম বাংলাদেশ কোস্ট গার্ড –এর আগারগাঁও, ঢাকাস্থ অফিসে গমন করে মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে।
পরবর্তীতে ড্রেজার নির্মাণে দুর্নীতির অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাথে সাক্ষাতপূর্বক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
দুদক জানায়, প্রাপ্ত রেকর্ডপত্রসমূহ পর্যালোচনাপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.