মোঃ কাওসার, রাঙ্গামাটি
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের এখনো সন্ধান মেলেনি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নিখোঁজ হয় তারা।বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় কাপ্তাই ফায়ার সার্ভিস এবং নৌ-বাহিনীর ডুবুরি দল। টানা তিন ঘণ্টার অভিযানেও কোনো সন্ধান না পেয়ে উদ্ধার অভিযানের আজকের মতো সমাপ্তি ঘোষণা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল। তিনি বলেন, ‘বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা উদ্ধার অভিযান চালানো হয়। তাদের কোনো সন্ধান না পেয়ে আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল (বুধবার) সকাল আটটা থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হবে।’
নিখোঁজ দুজন হলেন— প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। শাওন চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। নিখোঁজ আরেকজন হলো প্রিয়ন্ত দাশ। সে শাওনের খালাতো ভাই।
তাদের বন্ধুদের বরাতে জানা যায়, নিখোঁজ দুজনসহ ৯ জন বন্ধু মিলে একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে। কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে চারজন কর্ণফুলীতে গোসল করতে নামে। তবে দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.