মোঃ শাহারিয়া আহমেদ সোহেল, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কর্মবিরতি প্রত্যাহার করে সেনাবাহিনীর সহযোগিতায় থানায় ফিরে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ। দেশের চলমান পরিস্থিতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে চাচ্ছে বাহিনীর সদস্যরা। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী ও সর্বস্তরের মানুষের থেকে সহযোগিতা করা হচ্ছে।
১১ আগস্ট দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় দীঘিনালা থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয় এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন এবং সবাইকে এখন থেকে থানায় সেবা নেয়ার জন্য আহ্বান করেন।
ইতিমধ্যে সেনাবাহিনী সহ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বের হওয়ার পর শৃঙ্খলা ও জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। বিশেষ করে পুলিশের থানায় কাজে যোগদান করায় মানুষ আরও বেশি খুশি হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হক জানান, টানা চারদিন কর্মবিরতির পর বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা উপজেলার সর্বস্থরের মানুষের সহযোগিতায় আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করেছি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.