শেখ মোমতাজুল করিম শিপলু
বিষ দে মা, মরে বাঁচি
মরবোই যখন ভাতে,
বিষ পানে আত্মহনন করে
লাভ নেই কোনো তাতে।
চাকুরির বয়স চলে গেছে
অনেক আগেই আমার,
চেষ্টা করে যাও রে বাছা
বাকী আছে সময় তোমার।
কোথায় যাবো কী করিবো
শুন্য হাত যে আজ,
গায়ে আছে বল যে তোমার
কর্মে নাহি লাজ।
কে দেবে মা কর্ম আমায়
কোন কর্মই শিখিনি এবেলা,
কেউ দেবেনা কর্ম তোমায়
চালাও গিয়ে রিকশা ঠেলা।
এতো দামের রিকশা ঠেলা
কে দেবে তুলে হাতে?
লজ্জা ভয় পুষো না বাপ
ইমারতের শ্রমিক হও বাঁচতে।
না পারছি বইতে ঋণের বোঝা
অল্প আয়ে কি'বা হবে,
ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় তোমার
একদিন জীবন পাল্টে দেবে।
প্রাণ বাঁচালে মা গো তুমি
বাঁচালে মোর সংসার,
জীবন যুদ্ধে নেমে পড়
সময় না-ই যে আর।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.