কলমের স্বাভিমান
দেবব্রত মাজী
নূতন শব্দ দেখলো বাংলার অভিধান,
রইলো পড়ে পাহাড়ের মত অভিমান।
গিনেস বুক নিলো আপন করে,
আঙুল তুলে বঙ্গ পড়লো সরে।
সামনে আনলে তিন নায়কের কলঙ্ক,
ভাবলো সবাই সমাজকে করেছে উলঙ্গ!
রাখতে শেখালে উচ্চ যেথা শির,
হারিয়ে যেওনা যতই হোক ভিড়।
সাদা কাগজ ও কলম আছে হাতে,
অন্ন নিশ্চয়ই পড়বে ঠিক পাতে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.