বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় কাচালং সরকারি ডিগ্রি কলেজে ৪২ বছর পথচলায় শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০.০০ ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম সভাপতিত্বে, কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মীর কামাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপংকর তালুকদার এমপি, সভাপতি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মো: কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, বাঘাইছড়ি পৌরসভা মেয়র জমির হোসেন এবং কলেজের শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, যুব রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট এর সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকদের এবং অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস প্রদান করেন, পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.