ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় টিপু লস্কর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার লতা লস্করের ছেলে টিপু বলিদাপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের বৈশাখী তেলপাম্প এলাকা পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।
এসময় টিপু রাস্তার উপর পড়ে গেলে ট্রাকটি তার শরীর পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রাস্তার উপর পড়ে আছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.