শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
বাংলাদেশ কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের ছাত্রছাত্রীদের বৃত্তি পরিক্ষা শুরু হয়েছে। শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জে সরকারী নলডাঙ্গা ভ্থষন বিদ্যালয় ও কোলাবাজার ইউনাইটেড বিদ্যালয় কেন্দ্র দু’টিতে অনুষ্টিত পরিক্ষায় ৫৫০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। ভ্থষন কেন্দ্রর কেন্দ্র সচিব নরকারী নলডাঙ্গা ভ্থষন বিদ্যালয়ের শিক্ষক মাওঃ রুহুল আমিন ও সহকারী কেন্দ্র সচিব আজিবর রহমান জানান, তাদের বিদ্যালয়ে কেন্দ্রটিতে ৩৭০ জন ছাত্রছাত্রী পরিক্ষায় অংশ নিচ্ছে। সুষ্ট শান্তিপূর্ণ পরিবেশে পরিক্ষা অনুষ্টিত হচ্ছে।
এ কেন্দ্রের হল সুপার ভ্থষন শিশু একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ জানান, প্রথম দিনে শুক্রবার সকাল ও বিকালে দুইটি এবং শনিবার দুইটি পরিক্ষা অনুষ্টিত হবে। ১ম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীরা এ বৃত্তি পরিক্ষায় অংশ নিচ্ছে।
বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম জানান, এ উপজেলার ২৯ টি কিন্ডার গার্ডেন স্কুলের মধ্যে ১২ টি স্কুলের ছাত্রছাত্রীগন পরিক্ষায় অংশ নিচ্ছে। মোট ৪টি গ্রেডে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এরমধ্যে ট্যালেন্টপুল এবং মেধা তালিকায় উর্ত্তিণদের ১ম গ্রেড, কেন্দ্র ভিত্তিক শতকরা ১০ জন ২য় গ্রেডে ও সাধারন কোটায় স্কুল ভিত্তিক শতকরা ২০ জন ৩য় গ্রেডে বৃত্তি লাভ করবে। এবছর ভ্থষণস্কুল ছাড়াও কোলাবাজার ইউনাইটে বিদ্যালয়ে কেন্দ্রটিতে ১৭০ জন ছাত্রছাত্রী পরিক্ষায় অংশ নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.