শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন (২৮) নামে এ কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার তিলোচনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে কে কিভাবে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
নিহত আলমগীর উপজেলার শাহপুর গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে। শনিবার বিকালে গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়েছিল। পরে রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। মাঠে গিয়ে দেখতে পায় তার গলাকাটা মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছে সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলনা। এমনকি কারো সাথে তেমন কোন দ্বন্দ্বও ছিল না।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ হত্যাকান্ডে সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে যোগ করেন ওসি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.