ঝিনাইদহের কালীগঞ্জ বাজারে ক্রেতাকে মারধরের করায় মীনা বস্ত্র বিতান নামে এক ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে দিকে মীনা বস্ত্র বিতান আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জমান, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালন শিবু পদ বিশ্বাস সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, গত শুক্রবার এক ক্রেতাকে মারধর করা হচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনা প্রসঙ্গে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে অধিকতর তদন্তের জন্য প্রতিষ্ঠানটি সিলগালা ও আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.