শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিছানা থেকে পড়ে গলায় কঁাচ ফুটে আনোয়ার হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যের করুন মৃত্যু হয়েছে। সে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। বুধবার বেলা সাড়ে ১২ দিকে উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। মালিয়াট গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে নিহত আনোয়ার একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকতার্। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে। এদিকে তার মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক প্রচার রটে সে নিজেই তার গলা কেটে আত্নহত্যা করেছে। নিহতের স্ত্রী ও স্বজনরা জানায়, কয়েক মাস আগে আনোয়ার স্ট্রোক করার পর থেকেই অসুস্থ্য ছিল। গত মঙ্গলবারও তাকে যশোর সিএম এইচ থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে নিজ ঘরে বিছানা ছেড়ে উঠতে গিয়ে অসাবধানতাবশত শোকেজের উপরে পড়ে যায়। তার মাথায় আঘাতে শোকেজের গ্লাস ভেঙ্গে গলায় ফুটে যায়। এ সময় তার গোংড়ানীর শব্দে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখেন আনোয়ার মেঝেতে পড়ে রয়েছে। তার গলায় কঁাচ ফুটে কেটে রক্ত বের হচ্ছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে যশোর হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয় ।
মালিয়াট ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম খাঁ জানান, তিনি প্রথমে আত্নহত্যার সংবাদ শুনেই আনোয়ারের বাড়িতে যান। এরপর পরিবারের সদস্যদের কাছে জানতে পারেন অসুস্থ্য অবস্থায় ঘরের মধ্যে পড়ে গলাতে কাঁচ ফুটে অতিরিক্ত রক্ত ক্ষরনেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান জানান, খবর শুনেই তিনি নিহত ইউপি সদস্যের বাড়িতে যান। মৃত্যুর কারন সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন ঘরে শোকেজের উপর পড়ে গ্লাস ভেঙ্গে গলায় ফুটে তার মৃত্যু হয়েছে। গলায় ফোটা ভাঙ্গা কাচের টকরোটি তিনি দেখেছেন। তিনি জানান, কঁাচে গলা কেটে অকিরিক্ত রক্তক্ষরনেই তার মৃত্যু হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.