মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে “বৃক্ষ রোপন কর্মসূচী” পালিত হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রী. বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মফিজুর রহমান কবির সভাপতিত্বে কালীগঞ্জ আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঔষধি গাছ রোপন করা হয়। কর্মসূচীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব শেখ একেএম মোতাহার হোসেন।
এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য মিডিয়া ব্যক্তিত্ব আরিফ আমান ভূইয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাশদেুল ইসলাম, আজীবন সদস্য মুহাম্মদ মুহসিন, দিলরুবা, প্রতিষ্ঠাকালীন সদস্য ছাদেক হোসেন, মোহসিন মাহমুদ, তুষার রোজারিও, সুইডেন চার্লস, মাহমুদা বেগম ঝর্না, হাসিনা বেগম সহ সংগঠনের অন্যান্য সদসদবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.