মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ছাত্রদল নেতাকে হাতুড়ি ও রড দিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (৩০ এপ্রিল) বেলা১১:৩০ ঘটিকায় উপজেলার দুর্বাটি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইসমাইল হোসেন (৪০) কে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে পরিবার ও স্থানীয় লোকজন। পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলে পুলিশ মরদহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে। নিহত মোঃ ইসমাইল হোসেন (৪০) উপজেলার কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রামের পালোয়ান বাড়ির মৃত আলাউদ্দিন পালোয়ান এর দ্বিতীয় ছেলে ছেলে। সে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক ছাত্রদল নেতা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ হত্যার তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশী চাচাতো ভাইদের মধ্য জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে ধান কাটতে ক্ষেতে গেলে তাহার চাচাতো ভাইয়েরা ধান কাটতে বাধা দেওয়ার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে কালীগঞ্জ থানাধীন পৌরসভার দুর্বাটি গ্রামের রওশন আলীর ছেলে তোফাজ্জল হোসেন ও গোলজার হোসেন, নবীন হোসেন এর ছেলে ফালাইন্যা ওরফে সুফল, বেলায়েত হোসেন এর ছেলে সুমন মিয়া সহ ভাই, ভাতিজা সহ আরও ৬/৭ জন মিলে বাড়ি থেকে হাতুড়ি ও রড নিয়ে এসে মাথায় করে ধানের বোঝা নিয়ে আসা অবস্থায় মোঃ ইসমাইল হোসেন (৪০) এর উপর হামলা করে শরীরের বিভিন্ন জায়গায় হাতুড়ি, লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করায় ঘটনা স্থলেই গুরুতর আহত হয়। পাশে থাকা ভাইদেরকেও এলোপাতাড়ি আঘাত করে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। এ বিষয়ে ওসি মো. আলাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- জমিজমা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.