শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
দ্রুত নিবার্চনী রোডম্যাপ ঘোষনার দাবিতে সমাবেশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় উপজেলার চাপরাইল বাজারে এ সমাবেশ করে দলটি।
সমাবেশে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ প্রমুখ।
কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য প্রভাষক মুসা করিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথীর বক্তেব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ভোট না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। দ্রুত ভোট দিয়ে নিজেদের সম্মান বজায় রাখুন অন্যথায় আপনাদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে। সে সময় তিনি বিগত সরকারের ডামি নিবার্চনেরও কঠোর সমালোচনা করেন।
এ ছাড়া সমাবেশে বিশেষ অতিথীর বক্তব্যে বক্তারা দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গিকার করে বলেন, সব অবস্থায় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.