শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
মহান আল্লাহকে নিয়ে কুটক্তিকারী বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে শহরের মেইন বাসস্টান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করেন কালীগঞ্জ ইমাম পরিষদ ও ইত্তেহাদুল উম্মাহ তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মেইন বাসস্টান্ডে জড়ো হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তরা বাউল আবুল সরকারের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান। শাস্তি প্রদানে সরকার বিলম্ব করলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলেও বক্তরা হুশিয়ারি দেন।
উল্লেখ্য, সম্প্রতি বাউল আবুল সরকার একটি পালা গানের অনুষ্ঠানে মহান আল্লাহকে নিয়ে তাচ্ছিল্য ও অবমামনামূলক মন্তব্য করেন। ওই ঘটনার পর আবুল সরকার গ্রেফতার হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.