ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে আল-আমিন নামে (৫) বছরের এক শিশু বিদ্যূৎপৃষ্টে নিহত হয়েছে। নিহত আল-আমিন কামারাইল গ্রামের আরমান হোসেনের ছেলে। স্থানিয়রা জানায় সকালে ঘুড়ি নিয়ে খেলা করার জন্য আল-আমীন তাদের ঘরের মধ্যে যায়। ঘুড়ি নিয়ে ঘর থেকে বের হবার সময়। ঘরের মধ্যে থাকা বিদ্যূতের তারে বেঁধে পড়ে যয়। এসময় বিদ্যুতের তার আলামিনের গায়ের সাথে জড়িয়ে সে মারা যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানভীর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়। শিশুটির গায়ে আনেক গুলো পোড়া দাগের চিহ্ন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.