মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে সম্পূর্ণ ফ্রীতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষার উদ্বোধন করা হয়েছে।
ররিবার (২ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সার্বিক সহযোগীতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জের আয়োজনে ও ট্রায়ড জেনারেশন স্কোয়াডের বাস্তবায়নে সকালে কালীগঞ্জ বাজারের খোদেজা শপিং কমপ্লেক্রের ৬ষ্ঠ তলায় দারুল উলুম ইসলাহুল উম্মাহ্ মহিলা মাদ্রাসায় মহিলাদের জন্য পবিত্র কোরআন শিক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধণী ঘোষণা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। পবিত্র কোরআন শিক্ষার ছবক প্রদান করেন দারুল উলুম ইসলাহুল উম্মাহ্ মহিলা মাদ্রাসার শিক্ষক রিয়াজ ফাপতেমা।
অপরদিকে বাদ জোহর কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে পুরুষদের জন্য পবিত্র কোরআন শিক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন। কোর্স পরিচালনা কমিটির আহবায়ক ও ট্রায়ড জেনারেশন স্কোয়াড সদস্য নাহিদ হাসান এর সভাপতিত্বে পবিত্র কোরআন শিক্ষার ছবক প্রদান করেন কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ ফেরদৌস খান সালেহী। এ সময় মসজিদ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ট্রায়ড জেনারেশন স্কোয়াডের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
কোর্স পরিচালনা কমিটির আহবায়ক ও ট্রায়ড জেনারেশন স্কোয়াড সদস্য নাহিদ হাসান জানান, পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে মাসব্যাপী সম্পূর্ণ ফ্রীতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। আজ উদ্বোধনী ক্লাশে পবিত্র কোরআন শিক্ষায় আগ্রহী (দুই ব্যাচ) প্রায় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.