মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় রবিবার (০৫ অক্টোবর ২০২৫ খ্রি.) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম এর নেতৃত্বে কালীগঞ্জ বাজার ও কাপাসিয়া মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ৩টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৫৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় হারিজুল (৪০) একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সে দড়িসোম গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা ও বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারায় দোষী সাব্যস্ত হয়ে ২৫,০০০/- টাকা অর্থদণ্ড ও ০১ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
একই গ্রামের হাবিবুল্লাহর ছেলে মোঃ আশরাফুল কে (৪০) স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ধারার অপরাধে ১০৯ ধারা এবং ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩১(১) ধারায় ৩,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।
এছাড়া বাঙ্গালহাওলা গ্রামের সেকান্দর আলির ছেলে মোঃ মোশারফ হোসেনকে বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারায় ৩০,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.