কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৫টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
০৮ই জুন বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে, ০৫ টি দোকানে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের জরিমানার দোকান সমূহ :
সজিবের দোকান ১০০০ টাকা,
প্রদীপ কুমারের দোকান ১০০০ টাকা,
আলতাব এর দোকান ৫০০০ টাকা (মা ব্রয়েলার হাউজ),
শাজাহান এর দোকান ৫০০০ টাকা (ইফতি ব্রয়েলার হাউজ),
কামাল হোসেনের দোকান ৫০০০ টাকা।
অ স্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট
উম্মে হাফসা নাদিয়া উপরোক্ত জরিমানা করেন।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়ার সাথে সর্বক্ষন ছিলেন বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম কালীগঞ্জ থানার পুলিশ সর্বক্ষণ কোর্ট টিমের সাথে ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.