শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধঃ ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শাহ আলম চঞ্চল (৩৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত ও তার চালক রবিন আহত হয়েছে। নিহত চঞ্চলের বাড়ী মহেশপুর উপজেলার জিন্নানগর ইসলামপুর গ্রামে। দূর্ঘটনার খবর পেয়েই কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহত ব্যাক্তিকে উদ্ধার করে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার
দিকে শহরের বৈশাখী মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা ১০ চাকার একটি ট্রাক কালীগঞ্জ বৈশাখী মোড়ে পৌছে একটি মটরসাইকেলের পেছনে
ধাক্কা দেয়। এসময় সাইকেলের পেছনে বসা চঞ্চল ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।ট্রাকটির নাম্বার হলো যশোর – ট ১১৩৭৪৯।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.