ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন মোল্ল্যাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার কোলা বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি কোলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে থানা পুলিশের একটি টিম কোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আয়ুব হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অগ্নিসংযোগ ভাংচুর অভিযোগের ২ টি মামলা রয়েছে। শনিবার তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.