শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি: পিবিআই সদস্যদের মারপিট ও হত্যা মামলার স্বাক্ষী হওয়ায় কালীগঞ্জে সাবেক মেয়র মোস্তাাফিজুর রহমান বিজু’র পরিবার কতর্ৃক নির্ষাতন অত্যাচারের হাত থেকে রেয়াই পেতে সংবাদ সন্মেলন করেছে এক ব্যাবসায়ী। শনিবার বেলা ১২ টায় কালীগঞ্জ প্রেসক্লাবে এসে ওই সংবাদ সন্মেলন করেন শহরের আড়পাড়া গ্রামের মৃত জালাল উদ্দীন বিশ্বাসের পুত্র তরিকুল ইসলাম পলাশ।
সংবাদ সন্মেলনে পলাশ তার লিখিত অভিযোগে জানায়, গত ২০১৯ সালে মেয়র বিজুর পরিবারের সদস্যদের হাতে খুন হয় তাদেরই ভাইপো হাফেজি পড়–য়া ছাত্র শিশু আল-আমীন। এ হত্যা ঘটনায় আলামত উদ্ধারের জন্য ঝিনাইদহ পিবিআই এর একটি টিম মেয়র বিজু'র বাড়িতে তদন্তে আসলে তাদেরকে মারপিট করে মেয়র বিজুর পরিবারের সদস্যরা। প্রসংগত ঃ উপরোক্ত দুটি ঘটনারই স্বাক্ষী হয় তরিকুল ইসলাম পলাশ। এতেই ক্ষিপ্ত হয়ে মেয়র বিজু, তার ভাই ডাবলু ও লাবলু সহ সন্ত্রাসীরা একের পর এক পলাশের পরিবারের উপর হামলা নির্ষাতন করে আসছে।
সংবাদ সন্মেলনে উপস্থিত পলাশের বড় ভাই ফারুক হোসেন জানায়, মেয়র বিজুর মামলার স্বাক্ষী হওয়াতে অত্যাচার নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি তাদের বৃদ্ধা মা ও বোন। ভাই পলাশ সহ তাদের পরিবারে উপর নগ্ন হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়েছিল। এছাড়াও ওই সন্ত্রাসীদের ভয়ে তাদের আড়পাড়া গ্রামের সাধারণ মানুষও দিশেহারা তটস্থ। ফারক জানায়, ওই মামলা গুলির স্বাক্ষী না দিতে তারা বিভিন্ন সময়ে আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভ্থগছে। ভ্থক্তভোগীরা নিরাপদ ভাবে বসবাসের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা সহ সাংবাদিকদের লেখনির মাধ্যমে সহায়তা চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.