শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের এক বছর পূর্তিতে বিজয় শোভাযাত্রা করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, সাবেক উপজেলা ছাত্রদল সভাপিত ও ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে এ শোভাযাত্র বের করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্য্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। র্য্যালিটি শহর প্রদক্ষিণ করে একই জাগায় এসে শেষ হয়। র্যালীর পূবে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হামিদ বলেন, ২০২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদ এবং আওয়ামী স্বৈরাচারমুক্ত একটি বাংলাশে আমরা পেয়েছি।
স্বৈরাচারমুক্ত বাংলাশেকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে সচেষ্ট থাকবে হবে। ফ্যাসিবাদ যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি হামিদুল ইসলাম হামিদ, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার ও আশরাফুজ্জামান লাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.