শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে বিশাল আকৃতির দুইটি গাঁজাগাছ সহ এক গাঁজা চাষিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৫ জুন) সকাল ১১ টার দিকে শহরের আড়পাড়া (নদিপাড়া) হাবিবুর রহমান হবির ছেলে আলমগীর হোসেন (৪৫) এর বসত বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন তার বাড়িতে গোপনে দুইটি গাঁজার গাছ রোপণ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এসআই তকিবুরের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ ফুট লম্বা দুইটি গাঁজা গাছসহ তাকে আটক করে। উদ্ধার হওয়া দুইটি গাঁজা গাছের কাচা অবস্থায় ওজন ৭ কেজি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে শহরের আড়পাড়া (নদিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনের বাড়িতে ১৩ ফুট লম্বা দুইটি গাঁজা গাছ উদ্ধার এবং তাকে আটক করা হয়। গাছ দুটি সে নিজেই তার বাড়িতে রোপন করেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.