শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঘোপপাড়া গ্রামে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় ঘোপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশ নেয় লেবুতলা ফুটবল একাদশ ও শাহবাজপুর ফুটবল একাদশ দল। ফাইনাল খেলায় তিন এক গোলের ব্যবধানে বিজয়ী হয় লেবুতলা ফুটবল একাদশ এবং রানার্সআপ হয় শাহবাজপুর ফুটবল একাদশ দল । খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার হিসাবে একটি ছাগল তুলে দেয় স্থানীয় আয়োজক কমিটি।
এর আগে ফাইনাল খেলাটি দেখতে হাজারো মানুষ উপস্থিত হয় ঘোপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সে সময় ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য সোহাগ হোসেন বলেন, এলাকার মানুষ একত্রিত হয়ে এ খেলার আয়োজন করেছি। খেলা ঘিরে এ অঞ্চল উৎসবের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও এ টুর্নামেন্টের ধারাবাহিকতা থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.