শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন স্বাক্ষরিত দলীয় প্যাডে এ দুই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগে সাহেদ কবির লিমনকে সভাপতি ও কাজী রিপনকে সাধারণ সম্পাদক হিসেবে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগে মোস্তাক আহমেদ লাবলুকে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
পৌর কমিটিতে সহ-সভাপতি পদে রিজু বিশ্বাস, আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জহির রায়হান, পল্লব বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে শাহীন হোসেন, সাহাবুদ্দীন আহমেদ ও সদস্য পদে মুন্না বিশ্বাস, সোহেল হোসেন ও সাজ্জাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেদ কবির লিমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.