মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর)
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে এ প্রতীক বিতরণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।
কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান (দোয়াত কলম),কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব (আনারস) ও সাবেক কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন (মোটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে আবু জাফর মুহাম্মদ শামসুল হুদা রিপন (তালা), মোজাম্মেল হক (টিয়া পাখি), নুরুজ্জামান (মাইক), মো. ফারুক ভূঁইয়া (চশমা) ও এম এ সাদ্দাম হোসাইন রুবেল পালোয়ান (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ (হাঁস),বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও (ফুটবল) এবং গাজীপুর জেলা যুব মহিলা লীগের আহব্বায়ক শর্মীলি দাস মিলি (কলস) প্রতীক পেয়েছেন।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চুড়ান্ত ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক প্রদান করা হলো। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নির্বাচনের আচারণ বিধি সংক্রান্ত সকল বিষয়ে অবহিত করা হয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টার পর থেকে রাত ৮টা পর্যন্ত প্রত্যেক প্রার্থী তাদের প্রচার প্রচারণা করতে পারবেন। প্রচারণা শেষ হবে আগামী ৬ মে রাত ১২টায় শেষ হবে। আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.