কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেডকে অবৈধভাবে শীতলক্ষ্যা দখল করে জেডি নির্মাণ কাজ করায় দুই লক্ষ দুই শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমানের নির্দেশনায় ২৪শে জুলাই সোমবার কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া মোবাইল কোট পরিচালনা করেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং দণ্ডবিধি ১৮৬০ এ কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেডকে দুই লক্ষ টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সর্বক্ষন ছিলেন বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ মকবুল হোসেন, উপস্থিত ছিলেন মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জাকারিয়া আল মামুন, মোক্তারপুর ইউপি ০৮ নং ওয়ার্ড সদস্য শামসুল আলম, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও দৈনিক সরজমিন বার্তা পত্রিকার সাংবাদিক মোঃ সরোয়ার ও কালীগঞ্জ থানার পুলিশ এস.আই রফিকুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.