প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১:৪০ পি.এম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া হত দরিদ্র ও শীতার্তদের মাঝে শীত বস্র বিতরণ
মোঃ ওয়াহিদ :
পাকুন্দিয়ায় হত দরিদ্র ও শীতার্তদের মাঝে আর্ত মানবতা ফাউন্ডেশনের শীত বস্ত্র হত দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মানবতা ফাউন্ডেশন। ৮নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে ৫০০ কম্বল বিতরণ করা হয়।শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এবং হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই । এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান : হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি।
এই সময় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আহমদ ফারুক খোকন। প্রতিষ্ঠাতা ও সভাপতি, নুরুল ইসলাম-নুরজাহান আর্ত মানবতা ফাউন্ডেশন। সাবেক জিএস, পাকুন্দিয়া সরকারী ডিগ্রী কলেজ ছাত্রসংসদ।এসময় হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাদিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান (১) মো. মফিজুল হক মেনু, ইউপি সদস্য মোঃ. রুসমত আলী, ইউপি সদস্য মোঃ. স্বপন, ইউপি সদস্য জহির রায়হান, ইউপি সদস্য শামসুল আলম, সাবেক কমিশনার মকবুল হোসেন সরকার, এগারোসিন্দু ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মীর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.