মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কটিয়াদী উপজেলা মানিকখালী বাজার বেশ কয়েক মিনিট বৃষ্টি পাত হলে এতে দেখা যায়। বেহাল দশা অল্প কিছুক্ষণ বৃষ্টি হওয়ায় মাছ মলে পানি জমে থাকায় ব্যবসায়ীদের ভোগান্তি যেন চরম আকার ধারণ করেছে। (২৮) জুন শুক্রবার সকালে বৃষ্টি হয়েছে ও আষাঢ় মাস পড়লে দেখা যায় মাঝে মাঝে হালকা বৃষ্টি হওয়ায় এ অবস্থায় নাজেহাল মানিকখালী মাছ মল ব্যবসায়ীদের। এবং মানিক খালী সবজি মল ও মাছ মলে পুরোনো টিন সিট তাকাই নষ্ট হয়ে ভেঙে পড়ছে এতে বিক্রেতারা ও ক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছে
তবে ড্রেনেজ ময়লা ও আবর্জনা কারনে ও পানি নিস্কাশন না হওয়ায় অনেক দোকান পাটে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস নষ্ট সহ ভিজে গেছে বেশ কিছু পণ্য। দীর্ঘদিন ধরে ড্রেনেজে ময়লা জমে এমন বেহাল দশা থাকলেও ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে না বলে জানান বিক্রেতারা, মানিকখালী বাজার বণিক কমিটির সভাপতি হাজী শামসুদ্দিন বলেন শীঘ্রই সবজি মল ও মাছ মলে কাজ শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.