মোঃ ওয়াহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ মোবারক হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বুধবার ১১ অক্টোবর রাত ০৩.১৫ ঘটিকায় সময় ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তের টোল প্লাজার নিকটে ঢাকা টু সিলেট মহাসড়কের নাটালের মোড়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম (৩৩), পিতা- মৃত আশরাফ আলী, সাং-উত্তর জাঙ্গাল, থানা+জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ সবুজ শেখ (৩১), পিতা- আঃ রশিদ শেখ, সাং-টেংরারটেক (গোলাকান্দাইল), থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজত হতে ০৯ কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধারপূর্বক রাত ০৩.৩৫ মিনিটের সময় জব্দ তালিকা মূলে জব্দ করেছে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ রমজান আলী সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত মঙ্গলবার ১০ অক্টোবর রাত ১০.৩০ মিনিটের সময় হোসেনপুর থানাধীন বীর কাটিহারি এলাকার আনোয়ারের মুদি দোকানের বিপরীত পাশে হোসেনপুর টু হাজীপুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম সোহেল (৩৯), পিতা- নুরুল ইসলাম, সাং- বীর হাজিপুর, থানা- হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ০১ কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধারপূর্বক রাত ১১.১৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেছে।উপরোক্ত ০২টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীদের কে বুধবার ১১ অক্টোবর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।বলে
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.