মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে নতুন পানি আসায় অসুস্থ হয়ে যাচ্ছে খামারের হাঁস।
উপজেলার গাউছিয়াপাড়ার খামারি মোঃ ইব্রাহিম মিয়া বলেন, এ বছর তিনি ২ হাজার ১০০ ছোট হাঁসের বাচ্চা কেনেন ১৩ টাকা করে। এর পর ছয় মাস এদের পেছনে শ্রম দিয়ে বড় করে প্রতিটি ৩৫০ টাকা বিক্রি করতে কষ্ট হয়।
এর মধ্যে এই বর্ষা মৌসুমে নতুন পানি আসায় অসুস্থ হয়ে মারাযাচ্ছে ওই হাঁস। প্রতিদিন কয়েক টা করে মারা যায়। হাঁস খামার ইব্রাহিম বলেন, প্রতি হাসের পিছনে ৩০০ টাকা করে ব্যয় হয়। আমি অনেকটা বিপদগ্রস্ত হয়ে এবং ব্যাংক থেকে লোন তুলে হাঁস খামারটি তৈরি করি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.