প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৫:২৬ পি.এম
কিশোরগঞ্জে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন শীর্ষক’ মতবিনিময় ও কর্মশালা অনুষ্টিত
মোঃ ওয়াহিদ:
কিশোরগঞ্জে 'মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন শীর্ষক' মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শামসুল আলম।
হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে মতবিনিময় ও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার ড. মোহাম্মদ আবু হানিফা, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোছাব্বির মোহাম্মদ মুছা, মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তৈবুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জ জেলার অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন প্রমুখ।
মতবিনিময় ও কর্মশালায় ১৪২টি মাদ্রাসার প্রধান ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.