মো: ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার +০৭-০৬-২০২৩) গভীর রাতে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ কুলিয়ারচর থানার বাজরা বাজারের জনৈক মোঃ বাছির (৩৫) এর শাহী হোটেলের সামনে মোঃ ফাহিম (২৩) ও মোঃ কাইয়ুম (২৮)দ্বয়কে ইয়াবা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করেন। ধৃত মোঃ ফাহিম (২৩) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম তারাকান্দি এলাকার মৃত মোস্তফার ছেলে এবং ধৃত মোঃ কাইয়ুম (২৮) একই উপজেলার বাজরা এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) নূর মোহাম্মদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদ্বয়কে গ্রেফতার করে বিবাদীদ্বয়ের নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত্রি ২০.৩০ ঘটিকায় জব্দ করেন।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.