এ জে সোহেল, স্টাফ রিপোর্টার
গত ২৮ সেপ্টেম্বর লালমাই উপজেলায় দুটি ডাকাতের ঘটনা সংঘটিত হয়, এরই প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার কার্যক্রমের অংশ হিসেবে গোপন গোয়েন্দা সূত্র ও পুলিশ হেডকোয়াটার্স এর সহযোগিতায় জানা যায়, কুমিল্লা জেলার বাংগরা থানা এলাকায় পুলিশি টহল জোরদার থাকায় ডাকাতি করতে না পেরে দেবিদ্বার এলাকায় ডাকাতির সিদ্ধান্ত নেয়, তথ্যেপ্রযুক্তির সহায়তায় ১ টি কালো রঙের হাইয়েস মাইক্রোবাস কোম্পানীগঞ্জ হইয়া কুমিল্লা দেবিদ্বার এর উদ্দেশ্যে রওনা হয় উক্ত তথ্যের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর চার ঘটিকার সময় দেবিদ্বার থানার ভিংলাবাড়ি এলাকায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর যারা গোয়েন্দা শাখা ও দেবিদ্বার থানা পুলিশের সমন্বয়ে এটি চেকপোস্ট স্থাপন করে হাইস গাড়িটি চেকপোষ্টের কাছে আসলে পুলিশের উপস্থিতি দেখে দরজা ও জানালা ভেঙ্গে ডাকাতরা পালানোর চেষ্টা করলে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে ডাকাতের কার্যক্রমে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা সাম্প্রতিক সময়ে সংঘটিত ৩টি ডাকাতি বরুড়া এলাকায় ১টি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা এলাকায় ১টি ডাকাতি করে।
জব্দকৃত মালামালের মধ্যে একটি কালো রঙের হাইস গাড়ি যার নাম্বার প্লেট ঢাকা মেট্রো চ ৫৩-৭১৯৭, দুটি কাটার প্লাস, দুইটি কুড়াল, একটি স্টিলের র্যাব, দুইটি চেনি একটি কাটাযুক্ত দুটি রামদা একটি ধামা একটি রামদা একটি চাপাতি একটি বার্ড যুক্ত চেইন একটি নীল রঙের ব্যাগ প্লাস্টিকের বস্তা ও ১১ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আটক করে।
এসময় উক্ত ডাকাত দলের সদস্যদের কাছ হতে ২ জোড়া কানের দুল ১ টি আংটি ১ জোড়া নুপুর একটি স্বর্ণ রাখার বক্স ও ২০ হাজার টাকা লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ১- মোঃ মনির হোসেন৪০ পিতা মৃত আবুল হাসান মুরাদনগর উপজেলা কুমিল্লা এর নামে ইতিপুর্বে ২১টি মামলা আছে। ২- শাহ আলম৪৮ ওরফে দুলাল পিতা মৃত সোনা মিয়া ১৫ নম্বর বড় কামতা ইউনিয়ন দেবিদদের কুমিল্লা এর নামে ইতিপূর্বে ২৬ টি মামলা আছে। ৩- মোঃ মামুন মিয়া ২৪ পিতা ফরিদ নিয়া সিধলাই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ৪- মাহবুব আলম৩৮ পিতা মোখলেছুর রহমান ব্রাহ্মণ পাড়া কুমিল্লা ৫- আলমগীর হোসেন ৩০ সাং বিজয় পুর ইউনিয়ন সদর দক্ষিণ কুমিল্লা ৬- মোঃ আলামিন৩২ পিতা-মৃত নতুনিয়া জুরাইন মাইঝপাড়া বুড়িচং কুমিল্লা ইতিপূর্বে সাতটি মামলা রয়েছে। ৭- মোঃ কামাল হোসেন ৩২ পিতা আব্দুর রব সাং মহেশপুর কাজীবাড়ি, বড়ুরা, কুমিল্লা ৮- শরিফ ওরফে মোশারফ শরীফ৩২ কংগ্রাই গল্লাই ইউনিয়ন চান্দিনা কুমিল্লা ৯- মোঃ সুমন ৩৩পিতা আব্দুল খালেক সিওরা বাররা ইউনিয়ন কুমিল্লা রুটি মামলা রয়েছে। ১০- মোঃ খোকন৪০ পিতা আব্দুল করিম তুলি নোয়াবারি ইউনিয়ন বরুড়া কুমিল্লা ইতিপূর্বে ৯ টি মামলা রয়েছে ১১- আলামিন২৫ পিতা মুবিন দক্ষিণ হোসেনপুর খোসবাস ইউনিয়ন বরুড়া কুমিল্লা ১২- মোঃ সোহেল২৬ পিতা আব্দুল খালেক চিলোরা উত্তরপাড়া ৯ নংওয়ার্ড বাররা চান্দিনা কুমিল্লা ১৩- মোঃ আব্দুল আউয়াল৫০ আঁকবপুর ইউনিয়ন বাংগরা কুমিল্লা পূর্বে একটি মামলা আছে ১৪- নেহার বিশ্বাস৪৮ পিতা নির্মল বিশ্বাস সাং সন্তোষপুর মতলব উত্তর চাঁদপুর।
কুমিল্লা জেলার পুলিশ সুপার জানান দীর্ঘদিন ধরে জেলা পুলিশ এই চক্রের তথ্য সংগ্রহ করছিল, ঢাকা-চট্টগ্রাম কুমিল্লা সিলেট মহাসড়কসহ অন্যান্য এলাকায় পরিকল্পিতভাবে ডাকাতি চালাতো। গ্রেফতারকৃতরা মূলত আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত, তিনি আরো জানান সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.