স্টাফ রিপোর্টার
কুমিল্লায় আমরা ৯৩ এর পাঁচ বন্ধুর জন্মদিন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর রাজাগঞ্জস্থ হিলটন টাওয়ারের ক্যাপসিকাম রেস্টুরেন্টে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের বৃহত্তম সংগঠন 'আমরা এসএসসি ৯৩' বন্ধু নুরজাহান সীমা, সৈয়দ মিজানুর রহমান, জাকির কমিশনার, কাকলী ও শিল্পীর জন্মদিন উদযাপন করা হয়।
বন্ধু রেজাউল করিম সোহেল এর পরিকল্পনায় ও বন্ধু রোটারিয়ান আলহাজ্ব বেলাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠান উপস্থাপনা করেন বন্ধু জাহাঙ্গীর আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি, সিআইডি ইন্সপেক্টর নুরুল হাকিম, মোজাম্মেল, চামেলি, ফাতেমা খন্দকার, নীলা, আমান উল্লাহ, জুবায়ের মাষ্টার, সার্জেন্ট ফখরুল, সোহাগ মাহফুজ, কামাল হোসেন, হাসান মাহমুদ, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, লিপি দে, শাকি সহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.