কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার জনপ্রিয় আলোকচিত্রী হুমায়ুন কবির জীবনের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী "গোমতির পাড়ের শহর" উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন ২০২৩ খ্রিঃ) বিকেলে কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনী "গোমতির পাড়ের শহর’’ এর উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানরগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, শাহ মোহাম্মদ আলমীগীর খাঁন মাউজভান্ডারী, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের কোষাদক্ষ আলী আকবর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শাহজাহান, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামে সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্যইয়্যিদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাদিক হোসেন মামুনসহ আরো অনেকে।
আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি সংস্কৃতি অনুষ্ঠানের গান পরিবেশন করেন শিল্পী আলপনা, সাথী জাহান, রাসেল, সুমন, শিপন।
আলোকচিত্র প্রদর্শনী আগামী ১৪ ও ১৫ জুন চলবে। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.