মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার আয়োজনে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ মার্চ ২০২৪ খ্রিঃ)বেলা সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা টাউন হল কনফারেন্স রুমে দ্য ডেইলি নিউ এজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আমাদের কুমিল্লা’র ব্যবস্থাপনা সম্পাদক, আমাদের নতুন সময়ের কুমিল্লা ব্যুরো প্রধান ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল,প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক কল্যান পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, সাংবাদিক কল্যান পরিষদ কুমিল্লার সাধারন সম্পাদক মনির হোসেন।
উক্ত মতবিনিময় সভায় কুমিল্লার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা সাধারন মানুষের আস্থার প্রতিক। তাদের উপর মানুষ যেমন আস্থা রাখে তেমন রাখে বিশ্বাস। তাই সবসময় সত্য কথা এবং প্রকৃত চিত্র মানুষের সামনে তুলে ধরতে হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.