এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টার
কুমিল্লা সিটি কর্পোরেশন এর ২১ নং ওয়ার্ডের উদ্যোগে ১১ এপ্রিল ২০২৫ তারিখ রোজ শুক্রবার কুমিল্লা সরকারি সিটি কলেজ মিলনায়তনে এক বিশাল ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলার সাথে সম্পন্ন হয়।
মাওঃ ইব্রাহীম মুসাফির এর সভাপতিত্বে মাওলানা কেফায়েত উল্লাহর পরিচালনায় হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান এর অর্থসহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী দ্বীন মোহাম্মদ, আমীর, কুমিল্লা মহানগরী, বাংলাদেশ জামায়াতে ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মতিন, আমীর, কুমিল্লা জেলা উত্তর, মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি, কুমিল্লা মহানগর, মোহাম্মদ হোসাইন,শুরা ও কর্মপরিষদ সদস্য সাংবাদিক শহিদুল্লাহ মিয়াজি, সাবেক চেয়ারম্যান, পেরিয়া ইউনিয়ন, মোঃ ওমর ফারুক সুজন,প্রশাসক, কুমিল্লা মেডিকেল সেন্টার হসপাতাল (টাওয়ার), কাজী মতিউর রহমান, ব্যাংকার আব্দুল হান্নান, ইন্জিঃ মাহবুবুর রহমান ও বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম সর্দার। অত্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের শুরা ও কর্মপরিষদ সদস্য আবুল হাশেম, আবুল কাশেম, তৈয়ব উদ্দিন, ব্যাংকার রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, জনাব জামাল উদ্দিন,মাষ্টার এনায়েত উল্লাহ এবং ইউনিট পর্যায়ের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ।
কুমিল্লা মহানগরের বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্বশীল বক্তাগন এই প্রথম ঈদপুনমিলনী অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য সর্বসাধারণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
আলোচনায় সকলেই মুসলিম উম্মার শান্তি ও ঐক্যের উপরে গুরুত্বারোপ সহ সকলের শান্তি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.