সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে ৮ টায় কুমিল্লা শাসনগাছা রেল গেইট এলাকায়। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
পুলিশ ও নিহতের ছেলে আইয়ূব আলী মিঠু জানান তার পিতা মোঃ মোছলেম ওরফে আবু মুছা (৬৫) তিনি রেইস কোর্স গার্ডেন টাইলসের কর্মচারী ছিলেন এবং বিভিন্ন সময়
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি কেইস কোর্স চিশতিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করে শাসনগাছা হাটতে যান। রাত পৌনে ৮ টার দিকে তিনি হেটে বাসায় ফেরার সময় শাসন গাছা রেল গেইট হেটে পারা পারের সময় চট্টগ্রাম থেকে ঢাকা গামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনার স্থলে মৃত্যু বরন করেন। নিহত মোছলেম ওরফে আবু মুছা কুমিল্লার চান্দিনা উপজেলার বারেরা গ্রামের মৃত সুরত আলীর ছেলে। তিনি পরিবার পরিজন নিয়ে রেইস কোর্সে ইঞ্জিনিয়ার খোরশেদ আলমের বাসায় ভাড়া থাকতেন।
খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা লাশের সুরত হাল প্রতিবেদন তৈরি করেন। তিনি আরও জানান
শাসনগাছা রেল গেইট হেটে পারা পারের সময় চট্টগ্রাম থেকে ঢাকা গামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে ও পরিবারের লোকজনের লিখিত আবেদন করেন যে তারা বিনা ময়নাতদন্তে লাশ দাফন করবেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার ছেলে আইয়ূব আলী মিঠু ও পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.